
বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানিয়েছেন যমুনা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই একদিনের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে বলে তিনি আশংকা করছেন।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সারিয়াকান্দির ইছামারায় ৫০০ মিটার, হাটশেরপুরে ৩০০ মিটার, কর্নীবাড়ীতে ১০০ মিটার, সোনাতলার সুজাতপুরে ১৫০ মিটার, সারিয়াকান্দীর শিমুলদায়েরে ৬ মিটার এবং ধুনটের শহড়াবাড়ীতে ৬ মিটার ঝুঁকির মুখে আছে।