
বন্যার করালগ্রাস থেকে ঘরবাড়ি ও আবাদি জমি রক্ষার জন্য তিন উপজেলার মানুষের প্রাণের দাবি যমুনার সাড়ে ২৫ কিলোমিটার তীর প্রতিরক্ষা। যমুনার স্রোতে প্রতিনিয়ত ভেসে যাচ্ছে তাদের স্বপ্ন।
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৪৫ কিলোমিটার নদী তীরের মধ্যে ইতোমধ্যে সাড়ে ১৯ কিলোমিটার তীর প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তবে, বাকি সাড়ে ২৫ কিলোমিটার এলাকায় এখনো ঝুঁকিতে রয়েছে হাজারো পরিবার।
পানি উন্নয়ন বোর্ড, বগুড়া জানিয়েছে, যমুনার তীরবর্তী এই এলাকার মানুষের জন্য তীর প্রতিরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফোজাল (ডিপিপি) জমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে উচ্চ পর্যায়ের একটি টিম এলাকাটি পরিদর্শন করেছে।
পানি উন্নয়ন বোর্ড, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হক বলেন, “আশা করছি, সরকার অনুমোদন দিলে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙন ও ক্ষয়ক্ষতির হাত থেকে তিন উপজেলার লক্ষ লক্ষ মানুষ রক্ষা পাবেন।”