Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার দুইজনকে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ার দুইজনকে কুপিয়ে হত্যা

September 22, 2024 10:11:55 PM   জেলা প্রতিনিধি
বগুড়ার দুইজনকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাবরুল এলাকায় ছোড়া হামলায় দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবরুল ছোট মণ্ডল পাড়া সড়কের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাগর তালুকদার (৩০) ও অপরজন (২৫) সাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। সাগর তালুকদার গোলাম তালুকদারের ছেলে এবং অপর নিহত ব্যক্তি সাইফুলের সন্তান। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

একই ঘটনায় মুক্তার নামের একজনের হাতের কব্জি কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মুক্তার, আনসারের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত মুক্তারকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।