Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার লাহিড়ীপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ৯ হাজার কেজি চাল জব্দ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

বগুড়ার লাহিড়ীপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ৯ হাজার কেজি চাল জব্দ!

September 26, 2024 09:34:49 PM   জেলা প্রতিনিধি
বগুড়ার লাহিড়ীপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ৯ হাজার কেজি চাল জব্দ!

বগুড়া সদরের লাহিড়ীপাড়ার রহমতবালার নামাপাড়ায় সালেক উদ্দিনের বাড়ি থেকে ৯,৪৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। ১৮৯ বস্তায় সংরক্ষিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। অভিযান পরিচালনাকালে পলাশ চন্দ্র সরকার জানান, এই চাল খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় রাখা হয়েছিল এবং বাড়ির মালিক সালেক হোসেন পালিয়ে গেলেও তার নামে মামলা দায়ের হবে। অভিযানে সহকারী উপ-খাদ্য পরিদর্শক আযম সুমন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।