Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ্রতিরোধ্য মাদককারবারীরা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ্রতিরোধ্য মাদককারবারীরা!

September 23, 2024 10:41:45 AM   অনলাইন ডেস্ক
বগুড়ায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ্রতিরোধ্য মাদককারবারীরা!

রায়হানুল ইসলাম, বগুড়া:
বগুড়ায় গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে মাদক কারবারীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধার মুখে পড়তে হচ্ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিবাদকারীদের উপর আক্রমণ চালাচ্ছে সংঘবদ্ধ মাদক চক্রগুলো।

বগুড়ার হাড্ডিপট্টি ও চকসুত্রাপুরসহ জেলার বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কিছুটা আশার সঞ্চার করছে। ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায়, সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন সেউজগাড়ী পালপাড়ার মোঃ আলম আকন্দের স্ত্রী মোছাঃ তাসলিমা বেগম (৩৮) এবং ছেলে মোঃ নয়ন আকন্দ ওরফে আশিক (২০)। অভিযানে আলম আকন্দ পলাতক রয়েছেন। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

অন্যদিকে, জেলার কাহালু উপজেলার রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসায়ী ভুট্টু ও তার স্ত্রীর নেতৃত্বে প্রকাশ্যে মাদক বিক্রি হলেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারছে না। এমন চিত্র জেলার প্রায় প্রতিটি উপজেলায় দেখা যাচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান জানান, আগামী ১৫ দিনের মধ্যে মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।