
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার জেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিসের মতো মহামারী রোগ নিয়ন্ত্রণে এসেছে। লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, মহাখালী, ঢাকার গবেষণায় এই রোগের ভ্যাকসিন তৈরিতে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
জেলা প্রাণীসম্পদ অফিসার ড. মো. আনিছুর রহমান জানান, ভ্যাকসিনটি আসলে এই রোগটি চিরতরে নিয়ন্ত্রণে থাকবে।
তিনি আরও জানান, বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে খামারিদের সঠিক সময়ে পদক্ষেপ নিতে উৎসাহিত করে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এছাড়া, কোরবানির ঈদে বগুড়ায় তিন লক্ষাধিক গবাদি পশু অবিক্রিত থেকে যায়, যা মাংস ও ডিমের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুধের স্বয়ংসম্পূর্ণতাও অর্জনের পথে রয়েছে জেলা।
প্রাণীসম্পদ অফিসের লক্ষ্য এখন নিরাপদ ও কেমিক্যাল মুক্ত দুধ, ডিম, ও মাংস উৎপাদন। তবে এর জন্য ফিড মিল ও খামারিদের সহযোগিতা প্রয়োজন, যা নিশ্চিত হলে ১০০% সাফল্য অর্জন সম্ভব বলে আশা করা হচ্ছে।