
আমতলী (বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সোমবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির জনকের পরিবার, জাতীয় চার নেতা মক্তিযুদ্ধের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মোনাজাতের সময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামুদ্দিন শানু, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, যুগ্ম সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, মো. হারুন অর রশিদ,যুগ্মসম্পাদক মো,জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুস ছোবাহান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. কামাল, মহিলা বিষয়ক সম্পাদক সোহেলী পারভীন মালা, সাংগঠনিক সম্পাদক ফরিদ মালাকার, আইন সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান মনি, সহ-দপ্তর সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন তপু, সদস্য গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মনিরুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র ক্ষুধামুক্ত উন্নত সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়তে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো।