
নাটোর প্রতিনিধি:
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষা পেতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের বড়াইগ্রামে তালগাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার গুড়ুমশৈল এলাকায় পাকা রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে ৪'শ তালগাছের চারা রোপন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী একটি তালের চারা রোপন করে এই বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, কৃষিবিদ শারমিন সুলতানা, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খান, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবহান প্রামানিক সহ শতাধীক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন কালে বক্তারা বলেন, বজ্রপাত রোধে এই তালগাছ বেশ সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এটি পরিবেশবান্ধবও বটে। তাই নিজেদের জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে তালগাছসহ অন্যান্য বৃক্ষরোপনের আহবানও জানান তারা।