
বিজয়নগর প্রতিনিধি:
বিজয়নগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মে (বুধবার) ও ৮ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমা।
প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল- বসতবাড়ির আঙিনায় ও খালি জায়গায় প্রায় ১৪ ধরনের সবজি সারা বছর চাষাবাদের কৌশল; পুষ্টিমান বজায় রেখে রন্ধন প্রণালী এবং সবজি উৎপাদনের ‘কালিকাপুর মডেল’ পরিচিতি ও ব্যবহার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষাণী নূরচাঁন বেগম বলেন, “এ প্রশিক্ষণের মাধ্যমে শিখেছি কিভাবে বাড়ির খালি জায়গায় বিষমুক্ত সবজি উৎপাদন ও পুষ্টিমান ঠিক রেখে রান্না করা যায়। এ ধরনের প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপকারি।”