
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গত ৬ মাসে ৪৫০ কেজির বেশি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে, বিজয়নগর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দাঙ্গা-হাঙ্গামা কমেছে বলেও দাবি করা হচ্ছে।
বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে বিগত যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি সাফল্য আসছে। নভেম্বর ২০২৪ হতে এপ্রিল ২০২৫ পর্যন্ত (গত ৬ মাসে) পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৫০ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১,৩৩১ বোতল এসকফ সিরাপ, ৫৫৬ বোতল ফেনসিডিল এবং ৭,৯২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই সময়ে মাদক সংক্রান্ত ৭১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ আরও জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্বে বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়শই দাঙ্গা-হাঙ্গামার খবর পাওয়া যেত, তবে বর্তমান ওসির সময়ে এ ধরনের ঘটনা কমে এসেছে বলে মনে করছেন তারা।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, "বিগত যেকোনো সময়ের তুলনায় বিজয়নগরে মাদক উদ্ধারে আমরা যথেষ্ট ভূমিকা রাখছি। মাদকের সাথে কোনো আপস নেই। মাদক একটা জাতিকে ধ্বংস করে দেয়, তাই আমার পক্ষ থেকে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদকের আশ্রয়দাতাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি আমার থানার কোনো সদস্য যদি মাদক সংক্রান্ত বিষয়ে জড়িত থাকে, তাকেও শাস্তির আওতায় আনা হবে।"
তিনি আরও জানান, সমাজে শান্তি বজায় রাখতে মাদক নির্মূলের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনেও পুলিশ তৎপর রয়েছে।