Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বড় ভাইকে হত্যা: তিন দশক পর ছোট ভাই গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড় ভাইকে হত্যা: তিন দশক পর ছোট ভাই গ্রেফতার

May 04, 2023 05:01:46 PM   জেলা প্রতিনিধি
বড় ভাইকে হত্যা: তিন দশক পর ছোট ভাই গ্রেফতার

এইচএম আনোয়ার:
ফেনীর ছাগলনাইয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আবুল খায়েরকে গ্রেফতার করেছে র‌্যাব। ৩ মে রাতে তাকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খায়ের ১৯৯৩ সালে নিজ ভাইকে কুপিয়ে হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর দেশের বিভিন্ন স্থানে নাম পাল্টিয়ে বসবাস করে আসছিলেন। গ্রেফতারকৃত খায়ের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের অলি আহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে  ‌র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন পর্যন্ত ‌র‌্যাব আবুল খায়েরকে নজরদারিতে এবং ও আবদুল কাদেরকে গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রাখে। বুধবার রাতে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে নিজের নাম আবুল খায়ের বলে স্বীকার করে। একই সাথে সে দীর্ঘ ৩০ বছর যাবৎ গ্রেফতার এড়াতে নাম পাল্টিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, ছাগলনাইয়া বল্লভপুর গ্রামে জায়গা জমিন সংক্রান্ত বিরোধে আপন বড় ভাইকে হত্যা করেন অপর দুই ভাই আবুল খায়ের ও আবদুল কাদের। ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত কারীর বোন। বিচারকালে আদালতে দোষী সাব্যস্ত হন আবুল খায়ের ও অপর ভাই আবদুল কাদের। আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হলে আত্মগোপন করেন দুই ভাই। একসময় পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেলে সীমান্তরক্ষী বিএসএফের আটক হয়ে দীর্ঘ ছয় মাস কারাভোগের পর সিলেট হয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেন ১নং আাসামী আবুল খায়ের। দেশে এসে এক সময় এক এক জায়গায় ছদ্মবেশে অবস্থান করতে থাকেন। অবশেষে র্যাব ৭ গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ৩০ বছর পালিয়ে থাকা আবুল খায়েরকে গ্রেফতার করতে সক্ষম হন। এই মামলার ২নং অপর আসামি আবদুল কাদের এখনও পলাতক। তাকেও গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।