Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / বদরপুরে কলেজ যাওয়ার পথে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বদরপুরে কলেজ যাওয়ার পথে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু

May 14, 2025 09:48:34 PM   অনলাইন ডেস্ক
বদরপুরে কলেজ যাওয়ার পথে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু

ভারতের আসামের শ্রীভূমি জেলার বদরপুরে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। কলেজ যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়া স্নাতক ছাত্রী জাহিদা বেগম কলেজে আর পৌঁছাতে পারেননি। রাস্তায় বজ্রাঘাতে প্রাণ হারান তিনি।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৬টায় খাইরুন্নেছা উইমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম বদরপুরের হাসানপুর এলাকার বাসিন্দা সুহেল আহমেদের মেয়ে। এদিন সকালে কলেজ যাওয়ার জন্য ঘর থেকে বের হন জাহিদা এবং তার ছোট বোন। বাড়ি থেকে অল্প দূরত্বে যাওয়ার পর বজ্রপাতের শিকার হন জাহিদা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহিদা পরিবারের বড় মেয়ে ছিলেন এবং তার অকাল মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।