Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দিনদুপুরে গুয়াহাটিতে এক যুবক খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দিনদুপুরে গুয়াহাটিতে এক যুবক খুন

May 13, 2025 09:35:02 PM   অনলাইন ডেস্ক
দিনদুপুরে গুয়াহাটিতে এক যুবক খুন

আসামের মহানগরী গুয়াহাটির গারচুক চারিয়ালিতে দিনদুপুরে এক যুবক খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) দুপুরে সিলভার আর্কেড নামক একটি ভবনের পার্কিং এলাকায় অভিনেতা মৃগাংক বর্মনকে (২৬) নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত মৃগাংক বর্মন নলবাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কিং এলাকায় ছুরি দিয়ে বর্মনের উপর আক্রমণ চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে গারচুক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্কিং এলাকা থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আলি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রাজু আলি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোরগোলের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।