Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গুয়াহাটিতে ছেলেকে টুকরো টুকরো করে হত্যার অভিযোগে মা ও প্রেমিক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুয়াহাটিতে ছেলেকে টুকরো টুকরো করে হত্যার অভিযোগে মা ও প্রেমিক গ্রেফতার

May 12, 2025 11:00:27 PM   অনলাইন ডেস্ক
গুয়াহাটিতে ছেলেকে টুকরো টুকরো করে হত্যার অভিযোগে মা ও প্রেমিক গ্রেফতার

সুজন চক্রবর্তী, ভারত: আসামের গুয়াহাটিতে নিজের ১০ বছর বয়সী ছেলেকে প্রেমিকের সহযোগিতায় খুনের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মৃন্ময় বর্মন। সে নবোদয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

রবিবার (১১ মে) গুয়াহাটির বন দপ্তরের অফিসের কাছে একটি নির্জন রাস্তায় ফেলে রাখা স্যুটকেস থেকে শিশুটির ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। সাফাই কর্মীরা স্যুটকেস থেকে রক্ত গড়াতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে স্যুটকেসটি খুলে টুকরো টুকরো করা মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় শিশুটির মা দিপালী রাজবংশী ও তার প্রেমিক জ্যোতিময় হালোইকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, দিপালী রাজবংশী প্রথমে তাঁর ছেলেকে নিখোঁজ দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় সন্দেহ হয় পুলিশের। পরে টানা জেরায় তিনি এবং তার প্রেমিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ ঘটনায় নিহত শিশুটির স্কুল ব্যাগও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ এবং তদন্ত চলছে।