Date: April 29, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিদেশে থাকলেও বিএনপির সব অনুষ্ঠানে বিশেষ অতিথি রনি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিদেশে থাকলেও বিএনপির সব অনুষ্ঠানে বিশেষ অতিথি রনি!

March 27, 2024 11:22:37 PM   জেলা প্রতিনিধি
বিদেশে থাকলেও বিএনপির সব অনুষ্ঠানে বিশেষ অতিথি রনি!

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনিকে দলীয় বেশিরভাগ অনুষ্ঠানে দেখা যায় না বলে অভিযোগ উঠেছে দলের ভিতর থেকে। অথচ প্রায় প্রতিটি অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে তার নাম থাকা যেন বাধ্যতামূলক। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদেরকে বিব্রতবোধ করতেও দেখা যায়। এসব অনুষ্ঠানের ‘গায়েবী বিশেষ অতিথি’ মঞ্জুরুল করিম রনিকে নিয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরাও সমালোচনায় মুখর।

গত ২২ অক্টোবর গাছা থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের ব্যানারে মোটা অক্ষরেই ‘বিশেষ অতিথি মঞ্জুরুল করিম রনি’ লেখা দেখা যায়। সোমবার নগরীর কোনা বাড়ি থানা বিএনপি ও মঙ্গলবার বাসন থানা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। এ দুটি অনুষ্ঠানের ব্যানারেও রনি বিশেষ অতিথি ছিলেন। অথচ এসব কোন অনুষ্ঠানেই ভার্সুয়ালিও তার অংশগ্রহণ ছিলো না।

গাজীপুর মহানগর বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে রনির দীর্ঘ দিন যাবতই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বর্তমানে রনি কোথায় আছেন তা জানেন না দলের অধিকাংশ নেতাকর্মী। বিগত দিনেও গাজীপুরে দু’একটি অনুষ্ঠান ছাড়া অধিকাংশ কর্মসূচিতে রনি ছিলেন অনুপস্থিত। তবুও প্রায় প্রতিটি অনুষ্ঠানের ব্যানারে তার নাম রাখা বাধ্যতামূলক করে দেয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।

গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা কর্মী  ক্ষোভ ও আফসোস প্রকাশ করে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের পুত্র হওয়ার সুবাধে মঞ্জুরুল করিম রনি সরাসরি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন। এর আগে দলে তার প্রাথমিক সদস্য পদও ছিলো না। প্রায় এক বছর আগে মহানগর বিএনপির বর্তমান কমিটি গঠন হলেও রনি দু-একটি বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া বিগত দিনে তাকে গাজীপুরে দেখা যায়নি। থাকেন ঢাকায় অথবা বিদেশে। বর্তমানে দীর্ঘ দিন যাবত তিনি দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। অথচ মহানগর বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার নাম লেখা থাকে। এসব নিয়ে সাধারণ মানুষও হাসাহাসি করে। সরকারি দলের নেতারা রনির কারণে আমাদেরকে নিয়ে টল করে। আমরা মানুষের হাস্যরসে পরিণত হচ্ছি।

এদিকে এসব সমালোচনার প্রেক্ষিতে গত ২২ অক্টোবর গাছা থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে মঞ্জুরুল করিম রনির অবস্থান পরিষ্কার করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি  বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর মহানগর বিএনপির একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেলেও মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। যে কারণে দলের  নেতাকর্মীরা অনেকেই সরকার বিরোধী আন্দোলনে মনোবল হারাচ্ছেন। তা ছাড়া বিদেশে থেকেও দলীয় একাধিক অনুষ্ঠানের ব্যানারে  বিশেষ অতিথি থাকায় দলের নেতাকর্মীদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে।