Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বোদায় এক ব‍্যক্তির রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বোদায় এক ব‍্যক্তির রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

July 30, 2023 08:14:02 PM   জেলা প্রতিনিধি
বোদায় এক ব‍্যক্তির রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মানিক (৪৭) নামে এক ব‍্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতিপাড়ার একটি ডোবা থেকে অর্ধমৃত অবস্থায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

জানা যায়, নিহত মানিক একই গ্রামের মৃত সকিমউদ্দীনের ছেলে। তবে এ ঘটনার পর এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, নিহত মানিকের সাথে তার চাচাতো ভাই মুকুল ও বকুলের সাথে জমি নিয়ে আদালতে মামলা করায় পুলিশী গ্রেফতার আতঙ্কে সে গত তিনদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। এর মাঝে রোববার মানিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক নিহতের বাড়িতে গিয়ে মানিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে তদন্ত চলমান রয়েছে।