Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বান্দরবানে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বান্দরবানে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

March 03, 2024 04:18:48 PM   জেলা প্রতিনিধি
বান্দরবানে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বান্দরবানে পৌর এলাকা ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে জোর করে বলৎকারের অভিযোগে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার (২১) নামে এক মাদ্রাসা শিক্ষকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় সাথে জড়িত এক মাদ্রাসা শিক্ষককে রবিবার (৩ মার্চ) তাকে আটক করে পুলিশ।

অভিযুক্ত শিক্ষক কক্সবাজার রামু জেলা টেক পাড়ার স্থানীয় বাসিন্দা আবদুল মোতালেব এর পুত্র। ভিকটিম ছাত্র বান্দরবান শহরে ইসলামীয়া শিক্ষা কেন্দ্রের নাজেরা বিভাগের  আবাসিক ছাত্র বলে জানা গেছে।

ভিকটিমের মামা মোঃ আবুল খায়ের মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার দুলাভাই ভিকটিমের পিতা দিদারুল আলম তাকে সকালে ফোনে মাদ্রাসায় আসতে বলেন এবং তার ছেলে সমস্যার বিষয়ে বর্ণনা দেন।

ভিকটিমের ভাষ্য মতে, একাধিকবার জোরপূর্বক বলৎকারের ঘটনা ঘটলেও ভয়ে আতংকে পরিবারের কাছে ওই ব্যাপারে জানায়নি। পরে মাদ্রাসার নিজের সহপাঠীদের বিষয়টি জানালে, তারা তাকে পরিবারকে জানানোর জন্য বলে। তারপর সে তার পিতাকে বিষয়টি অবগত করেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভিকটিমের পিতা দিদারুল আলম বলেন, ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে সকালে অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে।