
বান্দরবানের রুমার বগালেক এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। তাদের মধ্য পাঁচ জন নারী ও এক জন পুরুষ রয়েছেন। সোমবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতদের পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রুমা রেমাক্রি প্রাংশা ইউপির থেইক্যং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির দুই মেয়ে লিম ময় বম (৩৭), ভারকিম বম (৪২), একই পাড়ার সংখুভ বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নেমখুভ বমের মেয়ে নুন থার ময় বম (৩৭) ও জিং হোম বম (৫০)।
এ ছাড়া আহতদের কয়েকজন হল- লাল পিয়ান কিম বম, পারকুম বম, লমকিল, পারেংময় বম টিয়াল হাই বম, জিংরাম সিয়াম, জিরনুন ময় বম, লুংপেম বম, লাল খংয়াই বম, লাভলি বম।
স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলেই চার জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যান।
রুমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু বলেন, ‘রুমায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’