Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ‘বন্ধ থাকা সমস্ত কলকারখানা চালু করে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘বন্ধ থাকা সমস্ত কলকারখানা চালু করে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে’

November 17, 2024 06:15:32 PM   অনলাইন ডেস্ক
‘বন্ধ থাকা সমস্ত কলকারখানা চালু করে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে’

পঞ্চগড় প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের বন্ধ থাকা সমস্ত কলকারখানা চালু করার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, রক্তের ঋণ শোধ করতে কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজের ব্যবস্থা করাই সরকারের প্রধান লক্ষ্য।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, পঞ্চগড়সহ দেশের বন্ধ থাকা সব সুগার মিল পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

শিল্প উপদেষ্টা বলেন, “সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ শোধ করতেই কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। বন্ধ কলকারখানা দ্রুত চালু করার প্রচেষ্টা চলছে। নতুন উদ্যোগ গ্রহণের পাশাপাশি পুরনো কলকারখানাগুলো চালু করা হবে। তবে তাৎক্ষণিকভাবে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও আমরা কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, "আমরা অন্যায় ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়ছি এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের পরিবেশ তৈরি করা হবে। চিনি শিল্পের জমি দখলমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্ধ কারখানাগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে।"

এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় পঞ্চগড় সার্কিট হাউজে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প উপদেষ্টা। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।