Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / বিনামূল্যে ১০০ জনের থ্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিনামূল্যে ১০০ জনের থ্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

April 22, 2025 04:02:17 PM   অনলাইন ডেস্ক
বিনামূল্যে ১০০ জনের থ্যালাসেমিয়া টেস্ট করালো "বাঁধন" জবি ইউনিট

জবি প্রতিনিধি:
"বাঁধন" জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে এবং BioTED-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো Thalassemia Awareness & Screening Campaign। Base Care Foundation Bangladesh ও GenX Health-এর সহযোগিতায় এই ক্যাম্পেইনে বিনামূল্যে ১০০ জন শিক্ষার্থীর থ্যালাসেমিয়া টেস্ট করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “এটা একটি মহৎ উদ্যোগ। থ্যালাসেমিয়া সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করা অত্যন্ত জরুরি।”

BioTED-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মোহাম্মদ সওগাতুল ইসলাম বলেন, “আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই টেস্ট কার্যক্রম পরিচালনা করছি। জবির বাঁধন ইউনিটের সভাপতি উম্মে মাবুদা এবং সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান নিশাদ আমাদের আমন্ত্রণ জানানোর পর আমরা এখানে কার্যক্রম শুরু করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রায় ১১% মানুষ থ্যালাসেমিয়ার বাহক। স্বামী-স্ত্রী উভয়ই বাহক হলে তাদের সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। তাই বিয়ের আগে টেস্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই আয়োজনে ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’ শ্লোগানটি যেন সকলের মাঝে বার্তা পৌঁছে দেয়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।