
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুর রহমান তালুকদার, বিপ্লব কুমার বর্মণ প্রমুখ। বক্তারা বলেন, “দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননার ঘটনা বেড়ে গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
তারা আরও বলেন, “মুক্তিযোদ্ধারা তাদের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু এখন তাদের লাঞ্ছিত হতে হচ্ছে। আমাদের দেহে যতটুকু শক্তি আছে, তা দিয়েই এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
মুক্তিযোদ্ধারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় পদক্ষেপ গ্রহণ জরুরি। তাদের অবমাননা জাতির জন্য লজ্জাজনক।” এ সময় মানববন্ধনে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।