Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরগুনায় দুই সংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

বরগুনায় দুই সংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি

August 04, 2022 06:40:11 AM  
বরগুনায় দুই সংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি

তালতলী সংবাদদাতা:
রাইজিংবিডি ডটকম ও একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন তালতলীর সাংবাদিকরা।

বুধবার (৩ আগস্ট) বেলা ১১টায় তালতলী সদর রোডে সকল সাংবাদিকবৃন্দের যৌথ উদ্যোগে তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চলনায় ও তালতলী প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান সহ বিভিন্ন সাংবাদিকরা।

এ সময়  সাধারণ জনগণও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীন  গণমাধ্যম প্রতিষ্ঠার প্রধান বাঁধা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দুর্নীতিবাজদের শক্তিশালী হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ফলে অপরাধীদের বিচার না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়। তারা অনতিবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান সরকারের কাছে।

বক্তব্যে সাংবাদিক ইউনিয়নের সভাপতি  ইউসুফ আলী  বলেন, সাংবাদিক ইমরান টিটুকে মিথ্যা মামলা দিয়ে দমন করা যাবে না। তার সত্যের কলম চলবে। তালতলী সহ সারা দেশের সাংবাদিকরা তার পাশে রয়েছেন। দুর্নীতির নিউজ প্রকাশ করেও মামলা খেতে হয়, এমন সময় দেশের সাংবাদিক সমাজ এখন পার করছে। সাংবাদিক নেতারা এর থেকে উত্তরণের উপায় না নিলে এর চরম মূল্য দিতে হবে।

তালতলী প্রেস ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া  বলেন, সাংবাদিক দমনের এই কালো আইন দ্রুত বাতিলের সিদ্ধান্ত না নিলে আমরা কঠোর আন্দোলনে নামব।

জানা গেছে, চলতি বছরের ১ মার্চ পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্যবাহী ইয়ার উদ্দিন খলিফার মাজারের দুর্নীতি নিয়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটুর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয় একাত্তর টিভিতে। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিকের ভাগ্নে বাদল ওরফে বাক্স বাদল প্রতিবেদনটি না করার জন্য একাত্তর টেলিভিশনের বরগুনা অফিসে এসে ঘুষের প্রস্তাব দেন ইমরান হোসেনকে। পরে ঘুষের প্রস্তাবের ভিডিওসহ প্রতিবেদনটি একাত্তর টিভিতে প্রচার হলে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এরপর এপ্রিল মাসের ৫ তারিখ বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঘুষ দিতে আসা বাদল। এরপর বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন উপজেলার সাংবাদিকরা ইমরান টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কর্মসূচির ডাক দেয়।

মানববন্ধন কর্মসূচিতে আরে উপস্থিত ছিলেন, তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন, ফোরামের সহসভাপতি কে.এম রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাইরাজ মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,সদস্য রতন বিশ্বাস, বেলাল, সাংবাদিক ঐক্যজোটের লিমন গাজী প্রমুখ।