
দিনাজপুরের বিরামপুরে এক যুবক খেলনা পিস্তল দিয়ে পথচারীদের ভয় দেখানোর সময় পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৫) বিকেলে বিরামপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘক্ষণ ধরে খেলনা পিস্তল দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়াচ্ছিল। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকের হাতে থাকা অস্ত্রটি খেলনা হলেও তার আচরণে আশপাশের লোকজনের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন এবং সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হন।