Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে ৭০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে বকনা গরু বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে ৭০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে বকনা গরু বিতরণ

March 10, 2025 09:43:59 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে ৭০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে বকনা গরু বিতরণ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:
দিনাজপুরের বিরামপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭০টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, ভেটেরিনারি সার্জন, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম ও বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, সরকার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে নানা প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করছে। এসব সহায়তার মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় নিজেদের এগিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে।