
বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিডিয়া সেলের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদের বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মহানগর গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার রফিকুল ইসলাম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর এলাকার তামান্না আক্তার তমা (২০), এবং ঝালকাঠির নলছিটি উপজেলার মগর এলাকার মো. মোস্তাকিম বিল্লাহ রনিকে (২৪) আটক করা হয়।
তাদের হেফাজত থেকে ৫০টি ডিসোপ্যান-২ এবং ২০টি ইটিজিন ট্যাবলেটসহ মোট ৭০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা বাসসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে, তাদের সঙ্গে থাকা অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।