Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

February 27, 2023 12:09:45 AM   দেশজুড়ে ডেস্ক
বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বরিশাল সংবাদদাতা:
বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন। গতকাল শনিবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে সংস্থাটি। এদিন সকাল ৯টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু করে। এসময় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনে বরিশাল বিভাগীয় পরিচালক ও সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মনির, বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ মোতাছেম বিল্লাহ, বরিশাল বিভাগীয় সহ-আইন সম্পাদক এ্যাডভোকেট  মিজানুর রহমান।

আরও উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় সহ-তথ্য সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বরিশাল বিভাগীয় সমাজ কল্যান সম্পাদক প্রদীপ কুমার জয় এবং বরিশাল বিভাগীয় সহ-সম্পাদিকা সুচিত্রা দেবনাথ ও মানবাধিকার সিনিয়র কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুজন সহ আরও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।