Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে আর্মড পুলিশের অভিযানে তিন অনলাইন জুয়ারী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে আর্মড পুলিশের অভিযানে তিন অনলাইন জুয়ারী আটক

May 22, 2023 07:37:04 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে আর্মড পুলিশের অভিযানে তিন অনলাইন জুয়ারী আটক

জামাল কাড়াল:
বরিশালে অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ বিটকয়েন লেনদেন চক্রের তিন সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

আটকরা হলেন- মো. শাওন হাওলাদার সুজন (২৭), মো. ইমন হোসেন (২০) এবং মো. ইব্রাহীম মোল্লা (২০)।

মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে জেলার উপজেলার সাহেবের হাট বাজারের হাওলাদার টেলিকমে অনলাইনে জুয়া খেলে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত ফোনের বিভিন্ন আইডিতে বিটকয়েনসহ তিন হাজার ৪৫৯টি ক্রিপ্টো কারেন্সি পাওয়া যায়। তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তারা বিভিন্নভাবে অবৈধ বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সিকিনে তরুণদের কাছে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে এবং পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ প্রমুখ।