Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

December 22, 2024 07:48:16 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংক্ষিপ্ত সভার আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এএফএম সামসুদ্দোহা আজাদ। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দীন আকন ও মো. সোহেল হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুব গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের দমননীতি মোকাবিলায় সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।