Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবক গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবক গ্রেপ্তার

December 23, 2024 06:57:15 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবক গ্রেপ্তার

বরিশালে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার রাতে ঢাকার গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার যুবকেরা হলেন নাজমুল হাসান (২৫), বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা আউয়ালের ছেলে, এবং শরীফ হাওলাদার (২১), একই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর কাশিপুর ট্রাকস্ট্যান্ডে ট্রাকটি রেখে চালক শামিম শাহ বাসায় ঘুমাতে যান। পরদিন সকালে টার্মিনালে এসে তিনি ট্রাকটি দেখতে না পেয়ে এয়ারপোর্ট থানায় খবর দেন। পরে ভুক্তভোগী ট্রাকচালক শামিম শাহ বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে পুলিশ গাজীপুরে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে এবং চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত যুবকরা চোরাই দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।