
বরিশাল সদর প্রতিনিধি:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এর আগে একই স্থানে জেলা ছাত্রদল একটি সমাবেশ করে। সমাবেশ শেষে জেলা ও মহানগর ছাত্রদল পৃথকভাবে নগরীতে র্যালি বের করে।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবেশস্থলের বাইরে তুচ্ছ বিষয়ে কিছু লোকজন এই ঘটনা ঘটিয়েছে।
মহানগর ছাত্রদলের সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।