
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বলেন, "জিএম কাদের জাতীয় নির্বাচনের পূর্বেই বলেছিলেন শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। এছাড়াও, ছাত্র-জনতার আন্দোলনের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। শেখ হাসিনার শাসনব্যবস্থায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মাধ্যমে যে হত্যাকাণ্ড হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।"
সমাবেশে বরিশাল মহানগর জাতীয় পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ অন্যান্য নেতারা জিএম কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল জেলা ও মহানগর নেতারা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
বিক্ষোভ মিছিল শেষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।