
সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে গড়া জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টায় জাতীয় পার্টির বরিশাল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পল্লীবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টায় ফকিরবাড়ি রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে ব্যানার, জাতীয় ও দলীয় পতাকা এবং প্ল্যাকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম গফুর, অ্যাডভোকেট এম এ জলিল, আক্তার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, নজরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী কামাল, অধ্যাপক গিয়াস উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে করতালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।