Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে ড্রেন নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করল এলাকাবাসী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে ড্রেন নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করল এলাকাবাসী

December 12, 2024 08:36:07 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে ড্রেন নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করল এলাকাবাসী

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৮ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছিল।

জানা যায়, গত ২৮ নভেম্বর বরিশাল নগরীর ফিশারি রোড এলাকার মিরা বাড়ির সামনে ড্রেন নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্লাসিক বিল্ডারস। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এস.এম. ফারুক হোসেন। কিন্তু স্থানীয়রা অভিযোগ করেন, সঠিক উপকরণ ব্যবহার না করে নিম্নমানের বালু দিয়ে কাজ করা হচ্ছিল। স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা স্থানীয় মুরুব্বীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন।

এ ঘটনার পর বিসিসি’র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জাহিদ জমাদ্দারকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে টুকু ইসলাম তালুকদারকে নতুন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত টুকু ইসলাম তালুকদার জানান, “কিছুটা হলেও দায়িত্বে অবহেলা হয়েছে। এমন কোনো উন্নয়নমূলক কাজ সাধারণত জনগণ বন্ধ করে দেয় না। স্থানীয়দের অভিযোগ সঠিক বলে প্রমাণ পাওয়া গেছে। তবে সমস্যা সমাধানের পর কাজ পুনরায় শুরু হয়েছে।”

স্থানীয় বাসিন্দা সাইমুন বলেন, “সিলেটের চুন বালুর বদলে টোক বালু দিয়ে ঢালাই করা হচ্ছিল। বিষয়টি দেখে আমরা এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিই। পরে সিটি কর্পোরেশনের লোকজন এসে সমাধানের আশ্বাস দিলে কাজ আবার শুরু হয়।”

আরেক বাসিন্দা বাবুল জানান, “সিলেটের চুন বালুর দাম বেশি হওয়ায় তারা সস্তা টোক বালু ব্যবহার করছিল। এ কারণেই আমরা কাজ বন্ধ করেছি।”

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল বারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উন্নয়ন কাজের স্বচ্ছতা ও মান বজায় রাখতে সঠিক উপকরণ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।