
বরিশালে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। বিএমপির প্রতিটি থানা এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে পুলিশের নজরদারি, টহল বৃদ্ধি এবং সন্দেহভাজনদের তল্লাশির জন্য বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি, ফানুস ও আতশবাজি বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকাণ্ডের সম্ভাবনা মোকাবিলায় সতর্ক রয়েছে। ফায়ার স্টেশনগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনীরও কড়া অবস্থানে থাকার কথা জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। কোনো গোয়েন্দা প্রতিবেদনে হুমকির তথ্য না থাকলেও, উন্মুক্ত স্থানে লোকসমাগম ও পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ। যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদি কেউ নির্দেশনা অমান্য করে, তবে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। নগরীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।