Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে নৌ-পুলিশের অভিযানে চার জেলে আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে নৌ-পুলিশের অভিযানে চার জেলে আটক

April 04, 2023 07:40:21 PM   দেশজুড়ে ডেস্ক
বরিশালে নৌ-পুলিশের অভিযানে চার জেলে আটক

সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় নৌ পুলিশ অভিযানে চার জেলেকে আটক করেছে। সোমবার দিনগত রাত পৌনে ১২টায়  হিজলায় মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদের কাজ থেকে সোয়া দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে। তিনি জানান, মেঘনা ও মেঘনার শাখা নদীতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম নিরাপদ রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় মেহেন্দিগঞ্জের চর ইলিশা এলাকার দেলোয়ার হোসেন বেপারী (৪৫), লস্করপুরের শহীদ বেপারী (৪৫), জয়নগরের আল আমিন হাওলাদার (২২) ও হান্নান হাওলাদার (২০) নামে ৪ জেলেকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জাটকা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।