Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল নগরীতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল নগরীতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ২

February 25, 2023 11:23:42 PM   দেশজুড়ে ডেস্ক
বরিশাল নগরীতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ২

সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশাল নগরী‌র ১৪ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাজ থেকে মাদক বিক্রিতে ব্যবহৃত স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনের সড়কে এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। এসময় ৬৪ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন পাচকিত্তা ইউনিয়নের গিয়াস উদ্দিন ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার শাকিল মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।