
নিজস্ব প্রতিনিধি:
‘প্রাচ্যের ভেনিস’ খ্যাত জেলা বরিশালে পিনাকল স্পোর্টস আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দীনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে পিনাকল স্পোর্টস এসোসিয়েশন, বরিশাল জেলা শাখা। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পিনাকল স্পোর্টস এর সদস্য, বিভিন্ন খেলার প্রতিযোগী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
ফাল্গুনের হালকা কুয়াশামাখা শুভ্র সকালের প্রথম প্রহরেই বিভিন্ন জেলা থেকে অতিথি ও প্রতিযোগীরা আসতে শুরু করেন। সুবিশাল উন্মুক্ত মাঠের চারপাশে শোভা পাচ্ছিলো বিভিন্ন রংয়ের পতাকাসমেত সীমানা প্রাচীর; আর একপাশে স্থাপন করা হয় অনুষ্ঠানে মূল মঞ্চ। সকাল ৯টায় অনুষ্ঠানের প্রধান অতিথি পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আল আমিন সবুজ বক্তব্য রাখেন। এরপর পবিত্র কোর’আন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের শুরু। এর পরই অনুষ্ঠানস্থলে বেজে ওঠে জাতীয় সঙ্গীত; সেই সাথে জাতীয় পতাকা, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের পতাকা এবং আন্তর্জাতিক অলিম্পিকের পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এসময় সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ পর্যায়ে আসন গ্রহণ করেন অনুষ্ঠানের আয়োজক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আল আমিন সবুজ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উপদেষ্টা কবির মৃধা, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. মেজবাউল ইসলাম, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের গোপালগঞ্জ জেলা পরিচালক আরিফ মোহাম্মদ আলী আহসান, শরীয়তপুর জেলা পরিচালক বায়েজীদ মালত, মাদারীপুর জেলা পরিচালক নুরনবী মাতুব্বর, ভোলা জেলা পরিচালক লোকমান হোসেন, পটুয়াখালী জেলা পরিচালক সাইফুর রহমান সাইফ, ঝালকাঠি জেলা পরিচালক শাফায়াত হোসেন, পিরোজপুর জেলা পরিচালক আবুল বাশার মোল্লা প্রমুখ।
দিনের প্রথম ভাগে মূলতঃ ক্রীড়া প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। শিশু ও বড়দের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের ফরিদপুর জেলা পরিচালক মাহবুবুল আলম নিক্কন এবং নুর মোহাম্মদ আরিফ। শিশু ও বড়দের দৌড় প্রতিযোগিতা, উচ্চলাফ, দীর্ঘলাফ, গোলক নিক্ষেপ ইত্যাদি প্রতিযোগিতায় নির্বাচিত হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। এছাড়াও নারীদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতায় বেছে নেওয়া হয় সেরা তিনজনকে। দিনের মধ্যভাগের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল অতিথিদের হাঁড়ি ভাঙা ও নারীদের কাবাডি প্রতিযোগিতা। কাবাডি প্রতিযোগিতায় শহীদ সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় বরিশাল ইয়ং স্টার্স স্পোর্টিং ক্লাব। এভাবে দেখতে দেখতে জুমার সময় উপস্থিত; শুরু হয় সালাহর (নামাজ) বিরতি। সালাহর বিরতির পরই সবাই সুশৃঙ্খলভাবে খাবারের প্রস্তুতি নিতে থাকেন। খাবার বিতরণের পর সবাই একত্রে মধ্যাহ্নভোজ করেন।
এরপরই শুরু হয় দিনের দ্বিতীয় সেশন- সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বয়সভিত্তিক আবৃত্তি, গান ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেন অতিথিরা। পারফর্মেন্স দেখে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের বাছাই করেন বিচারকগণ। বিকালে শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আনন্দময় ইভেন্ট- গান। মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে গান পরিবেশনায় সকলকে মুগ্ধ করেন মাটি মিউজিকের শিল্পীরা। আর এর মধ্য দিয়েই শেষ হয় প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট।
দিনের শেষভাগে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ আমাদের তরুণদের সামনে কোনো আদর্শ নেই, তাদের সামনে কোনো লক্ষ্য-উদ্দেশ্য নেই। আমাদের তরুণ সমাজের অধিকাংশই আজ দিশেহারা। তাদের একটি বড় অংশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের মতো আত্মঘাতি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই তরুণদেরকে সঠিক দিকনির্দেশনা দিতেই পিনাকল স্পোর্টস এর এই উদ্যোগ, এই আয়োজন। আমরা চাই, আমাদের তরুণরা জেগে উঠুক, দেশ ও জাতির কল্যাণে তারা ভূমিকা রাখুক, মানবতার কল্যাণে তারা কাজ করুক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ সমাজের সামনে আমরা একটি আদর্শ উপস্থাপন করতে চাই যা তারা নির্দ্বিধায় অনুসরণ করতে পারে। আমরা সকলের সামনে একটি প্রস্তাবনা পেশ করেছি যা সবাই সাদরে গ্রহণ করতে পারবে। সমগ্র অনৈক্য, বিভেদ, অন্যায়ের বিরুদ্ধে আমরা একটি ন্যায় ও শান্তিপূর্ণ জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যা এই সমাজের মানুষ বহুদিন ধরে খুঁজছিলো। সেই সংগ্রাম, সেই আন্দোলনের শুরু হোক এই সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে।
দিনশেষে অনুষ্ঠানের সভাপতি পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল জেলা পরিচালক রুহুল আমিন মৃধার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আয়োজক সংগঠনের সদস্য অনামিকা হক।