Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু

November 04, 2024 11:42:35 AM   উপজেলা প্রতিনিধি
বরিশালে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু

বরিশাল সদর প্রতিনিধি:
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর নতুন বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মোঃ শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মোঃ রবিউল হাসান ভূঁইয়া এবং বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হলেও প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হয়নি।

তবে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে এবং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, ভবিষ্যতে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক।