Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

April 12, 2025 08:06:01 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির সিকদার। তিনি জানান, বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এজাহার অনুযায়ী, গত বছরের ১১ আগস্ট বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামে চাঁদার দাবিতে ব্যবসায়ী সুলতান হাওলাদারকে পিটিয়ে হত্যা করে এবায়েদুল ও তার সহযোগীরা।

এ ঘটনায় নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর বাদী হয়ে এবায়েদুল হাসান, সোহেল, মিঠুসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যার পর যুবদল নেতা এবায়েদুল হাসানের সাংগঠনিক পদ স্থগিত করে জেলা যুবদল। নিহতের পরিবার জানায়, সরকার পতনের পর চাঁদা দাবি করে আসছিল এবায়েদুল। ঘটনার দিন তার স্বামী মনিরজ্জামান জুয়েলের খোঁজে এলে অভিযুক্তরা বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং বৃদ্ধ সুলতান হাওলাদার বেরিয়ে এসে প্রতিবাদ জানালে লোহার সাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়।