Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে বিজয় মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে বিজয় মিছিল

January 25, 2025 07:18:46 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে বিজয় মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সান, যিনি নিষিদ্ধ ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত, তাকে সিকিউরিটি রুমের তালা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে তার সহপাঠীরা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর সরাসরি হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, সাধারণ শিক্ষার্থীরা শাহরিয়ার সানকে আটক করে সিকিউরিটি গার্ডের রুমে তালাবদ্ধ করে এবং পুলিশ ও প্রক্টরকে ফোন দেয়। এদিকে, ছাত্রলীগের একটি অংশ সহপাঠী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হয়। পরবর্তীতে তারা সিকিউরিটি রুমের দরজা ভেঙে শাহরিয়ার সানকে তুলে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে তারা জড়ো হয়ে বিজয় মিছিল করে।

শিক্ষার্থীরা আরও জানান, এ সময় ৩০-৪০ জন শিক্ষার্থী ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদের নেতৃত্বেই এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শাহরিয়ার সান বিকেলে ক্যাম্পাসে আসে। আমরা তাকে আটক করে আনসারের সিকিউরিটি রুমে আটকে রাখি। এরপর ছাত্রলীগের কয়েকজন এসে রুমের দরজা ভেঙে তাকে নিয়ে যায় এবং ভোলা রোডে গিয়ে বিজয় মিছিল করে।"

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, "আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি করে দরজা ভেঙে শাহরিয়ার সানকে নিয়ে গেছে। আমরা আইন নিজের হাতে তুলে নেইনি। প্রশাসনের কাছে দাবি জানাই, এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, "আমি উপাচার্যের সাথে কথা বলে পরবর্তীতে জানাবো। তবে ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনোই তাদের প্রশ্রয় দিবো না। এটা কখনোই হবে না।"