Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০

December 28, 2024 08:09:02 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা এলাকায় যাত্রীবাহী দুই বাস ও তেলবাহী লরির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ১৩ জনকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনাটি ঘটে যাত্রীবাহী শ্যামলী পরিবহন, এস.ই পরিবহন এবং একটি তেলবাহী লরির সংঘর্ষে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ কারণে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় মহাসড়কে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।