
বরিশাল সদর প্রতিনিধি:
বরিশালে যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে অভিযানকালে চট্টগ্রাম থেকে বরিশালগামী আলিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশী আবু সাঈদ ও মান হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রবিপুর এলাকার সালাম হাওলাদারের ছেলে মান হাওলাদার, কুড়িগ্রামের সুতিরপাড় এলাকার আহালু শেখের ছেলে আবু সাঈদ, বরগুনার পাথরঘাটার পূর্ব লেমুয়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে রায়হান ইসলাম।
অভিযানের প্রায় দুই ঘণ্টা পর গোয়েন্দা সূত্রে আরও ইয়াবার চালান আসার খবর পেয়ে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা রায়হান ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ৩ হাজার পিস ইয়াবা পুলিশের হাতে তুলে দেন।
এনায়েত হোসেন বলেন, “তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।” মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।