Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল রুপাতলী বাস টার্মিনালের চাঁদাবাজি বন্ধ চান বাস মালিকরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল রুপাতলী বাস টার্মিনালের চাঁদাবাজি বন্ধ চান বাস মালিকরা

January 22, 2025 07:07:01 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল রুপাতলী বাস টার্মিনালের চাঁদাবাজি বন্ধ চান বাস মালিকরা

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির একাংশ। এ দাবিতে তারা গতকাল সোমবার জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কমিটি বাতিল ঘোষণা করেন। সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের পর মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার মালিক সমিতির সভাপতি হয়ে রুপাতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করছেন। বাস মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং ১৪ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। তবে তিনি নির্দেশনা মানেননি।

এ কারণে গত ২০ নভেম্বর অনুমোদিত বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কমিটি বাতিল করা হয়েছে।

টার্মিনাল সূত্রে জানা যায়, টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে মালিক সমিতির সদস্য মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং জিয়াউদ্দিন সিকদারের মধ্যে বিরোধ চলছে। নাসরিনের নেতৃত্বে ৩৮ জন বাস মালিক কেন্দ্রীয় সমিতিতে অভিযোগ দায়ের করেছেন।

বরিশাল-রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাবেক সহসভাপতি আ. মান্নান অভিযোগ করেন, ‘কমিটি বিলুপ্তির পরও রোববার রাতে বিভিন্ন কাউন্টার থেকে মালিক সমিতির নামে চাঁদা নেওয়া হয়েছে। দৈনিক ৩৭ হাজার টাকা চাঁদা তোলা হয়, যা সাধারণ মালিকদের ক্ষুব্ধ করছে।’

আফরোজা খানম নাসরিন জানান, ‘বাস মালিকরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নতুন নির্বাচন চেয়েছেন এবং টার্মিনালে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন। ডিসি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ একই দাবি জানিয়ে তারা পুলিশ কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘কমিটি বিলুপ্তির কোনো চিঠি আমি পাইনি। এসব বিষয়ে কিছু জানি না।’

বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, ‘কয়েকজন বাস মালিক এসেছিলেন। তারা কমিটি বাতিলের চিঠি দিয়েছেন, কিন্তু চাঁদাবাজির বিষয়ে কিছু বলেননি।’