Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে রমজানে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে রমজানে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা

March 24, 2025 08:37:57 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে রমজানে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা

বরিশালের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫০ টাকা। সোমবার (২৪ মার্চ) সকালে বরিশালের বিভিন্ন সবজির বাজার ও আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ২১৫ টাকায় পৌঁছেছে। এছাড়া লেয়ার মুরগি ৩৩০ টাকা এবং সোনালি মুরগি ৩০৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১৫-২০ টাকা বেশি।

পাইকারি সবজিবাজার ঘুরে দেখা গেছে, শসার দাম এক সপ্তাহের ব্যবধানে ১২ টাকা থেকে বেড়ে ২০-২২ টাকায় উঠেছে। করলা প্রতি কেজি ৪৫ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, বেগুন ৪৫ টাকা ও কাঁচা মরিচ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন স্থানে সবজির উৎপাদন ভালো হওয়ায় বেশিরভাগ সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী আমিন শুভ বলেন, “গত এক মাস ধরে সবজির দাম কম রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভালো ফলন হওয়ায় পাইকারি বাজারে সরবরাহ বেশি, যার ফলে খুচরা বাজারেও দাম কমেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের জন্য দ্বিগুণ দামে খুচরা বাজারে বিক্রি করছেন।”

নগরীর বাংলাবাজার এলাকার খুচরা বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, “পাইকারি বাজার থেকে সবজি কিনে পরিবহন, শ্রমিক খরচসহ অন্যান্য খরচ যুক্ত হয়। এছাড়া বিদ্যুৎ বিল, বাজার খরচ ও নষ্ট হওয়া সবজির ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, “অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।”