Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ৫

December 21, 2024 07:24:28 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ৫

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো প ১১-৮৫৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু ও ট্রলি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় সাকুরা পরিবহন বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি ট্রলিকে ধাক্কা দিয়ে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রলি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।