Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও কলেজ ছাত্র নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও কলেজ ছাত্র নিহত

January 18, 2025 07:40:11 PM   অনলাইন ডেস্ক
বরিশালে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও কলেজ ছাত্র নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী এবং একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে।

ক্যান্টনমেন্টে কর্মরত ৪৪ বীর ইউনিটের ল্যান্স কর্পোরাল মো. বুলবুল তার স্ত্রী হোসনে আরা (৩২) ও দুই বছরের সন্তান আদিয়ানকে নিয়ে মোটরসাইকেলে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় ফিরছিলেন। রাত ১০টার দিকে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড এলাকায় পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই হোসনে আরা মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় বুলবুল ও তার সন্তানকে উদ্ধার করে ইজি বাইকে করে সিএমএইচে নিয়ে যান। চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে রাত ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে পাঠান। নিহত সেনা সদস্য বুলবুল ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা।

একই রাতে উপজেলার দুধল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফয়সাল (১৮) বাইক দুর্ঘটনায় নিহত হন। চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় রাত ১১টার দিকে ফয়সালের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাস্থলেই ফয়সাল মারা যান। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কলেজের আরও দুই শিক্ষার্থী মুশফিক ও রাকিব। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুটি দুর্ঘটনাই এলাকায় শোকের ছায়া ফেলেছে। সেনা সদস্যের স্ত্রী ও সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্টসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে, ফয়সালের মৃত্যুতে তার পরিবার এবং সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

পুলিশ উভয় দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাগুলোতে জড়িত যানবাহনগুলোকে শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।