Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

January 19, 2025 12:59:01 PM   অনলাইন ডেস্ক
বরিশালে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল সংবাদদাতা:
বরিশাল আঞ্চলিক হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বরিশাল জেলা অফিসের হলরুমে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়, এরপর শৃঙ্খলার সঙ্গে দলীয় সংগীত পরিবেশিত হয়। হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুই মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।

Ukhbah 3
হেযবুত তওহীদ সদস্য মরিয়ম আক্তার জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ শফিকুল আলম ওখবাহ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। প্রধান অতিথির বক্তব্যের আগে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন।

প্রধান অতিথি শফিকুল আলম ওখবাহ তার বক্তব্যে বলেন, “রাষ্ট্রব্যবস্থা নিয়ে নানা পরিকল্পনা ও প্রস্তাবনা চললেও সেসব প্রস্তাবনায় দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ থেকে মুক্তি মেলে না। গণতন্ত্র ব্রিটিশদের তৈরি একটি ব্যবস্থা, যা মানুষের প্রকৃত শান্তি আনতে ব্যর্থ।

Ukhabah 4
তিনি আরও বলেন, “আজ পর্যন্ত বহু তন্ত্র ও মন্ত্রের মাধ্যমে দেশ চালানোর চেষ্টা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা জনগণকে শান্তি দিতে পারেনি। স্রষ্টার তৈরি বিধানই একমাত্র পথ, যা মানুষকে প্রকৃত মুক্তি দিতে পারে। হেযবুত তওহীদের প্রস্তাবনা হলো, মানুষের তৈরি গণতন্ত্র পরিহার করে স্রষ্টার বিধান গ্রহণ করা। এতে ইহকালে শান্তি ও পরকালে জান্নাত নিশ্চিত হবে।”

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি সাইফুর রহমান সাইফ, ঝালকাঠি জেলা সভাপতি মোহাম্মদ সাফায়েত হোসেন, পিরোজপুর জেলা সভাপতি মোঃ আবুল বাসার এবং ভোলা জেলার সভাপতির পক্ষে মোঃ আতাউর রহমান মিলন, বরিশাল জেলা নারী নেত্রী জারিন তাজনিন লাবনী, বরিশাল অঞ্চলের নারী নেত্রী খাদিজা আক্তার মুন্নি প্রমুখ।

সম্মেলনে বরিশাল অঞ্চলের কর্মীদের মধ্যে যাঁরা কার্যক্রমে অগ্রগামী ছিলেন, তাঁদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি ছোট ছোট শিশুদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের জন্য অতিথিরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের সকল মানুষের শান্তি কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে সকলে হেযবুত তওহীদের মূলনীতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।