Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

November 13, 2024 06:33:55 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ মো. আক্কাস হাওলাদার (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে আক্কাস হাওলাদারের বাড়ি থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আক্কাস হাওলাদার মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে এবং বরিশালের পলাশপুরের বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। জব্দ করা পলিথিনগুলো ধ্বংসের জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে।