Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালের চর জাগুয়ার একমাত্র ব্রিজটি সাত বছর ধরে চলাচলের অনুপযোগী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালের চর জাগুয়ার একমাত্র ব্রিজটি সাত বছর ধরে চলাচলের অনুপযোগী

March 23, 2023 07:20:48 PM   দেশজুড়ে ডেস্ক
বরিশালের চর জাগুয়ার একমাত্র ব্রিজটি সাত বছর ধরে চলাচলের অনুপযোগী

সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশাল চর জাগুয়া এলাকার মানুষের মূল শহরের সঙ্গে যাতায়াতের রাস্তার একমাত্র ব্রিজটি সাত বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ফলে ৭ বছর ধরে নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ওই এলাকার মানুষদের।আর ভাঙাচোরা ব্রিজটি দিয়েই এক সময় বরিশাল নগরের যাতায়াত করতো ২৬ নম্বর ওয়ার্ডের বর্ধিত অঞ্চল চর জাগুয়া এলাকার বাসিন্দারা। কিন্তু গত ৭ বছর ধরে ব্রিজটি পুনর্নির্মাণে কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচল করা বালুবাহী বাল্কহেডের আঘাতে ব্রিজটি ৩ বার ভেঙেছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয় কাউন্সিলর সালিশের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করলেও ব্রিজের কোনো কাজ হয়নি। দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের নামে একটি ট্রলার দেওয়া হলেও তা নিয়মিতো চলাচল করছে না।

স্থানীয় কাউন্সিলর হুমায়ুন কবিরের দাবি, ব্রিজের জন্য যে বরাদ্দ করা হয়েছিল তার পরিমাণ খুবই কম। যা দিয়ে ব্রিজ করা সম্ভব ছিল না। আর বর্তমান পরিষদের মেয়াদ শেষ সময় হওয়ায় এখন উন্নয়ন হবে কি না সে বিষয়ে জানেন না বলেও জানান এই কাউন্সিলর।

আসমা বেগম নামে একজন স্থানীয় বলেন, আমরা অসহায় অবস্থায় আছি ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সিটি করপোরেশনকে কর দেওয়ার পরও উন্নয়নের ছোয়া নেই আমাদের এখানে। আর স্থানীয় কাউন্সিলর আগে চেয়ারম্যান ছিল, তারপরও কোনো উন্নয়ন নেই বলে আফসোস করেন রহিম নামে স্থানীয় এক নারী।

এদিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ওই এলাকার বাসিন্দারা আমার কাছে এসে যদি অভিযোগ করে তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সহিত দেখা হবে। ২০০২ সালে গঠিত বরিশাল সিটি করপোরেশন এলাকার বর্ধিতাংশের মধ্যে এখনও অবহেলিত হাজার মানুষের আবাসস্থল চরজাগুয়া এলাকা।