Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালের সাবেক মহিলা প্যানেল মেয়র গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালের সাবেক মহিলা প্যানেল মেয়র গ্রেপ্তার

November 20, 2024 06:40:02 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালের সাবেক মহিলা প্যানেল মেয়র গ্রেপ্তার

বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিএনপির অফিস পোড়ানোসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোহিনুর বেগম বিসিসির সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগস্ট বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুর বেগমসহ প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এছাড়াও বিএনপির নেতাকর্মীদের দায়ের করা আরও তিনটি মামলার আসামি তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও জানান, বিএনপির অফিস পোড়ানোর মামলায় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, বিসিসির সাবেক দুই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিসিসির ৯ কাউন্সিলরকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে জাহিদ ফারুক বর্তমানে কারাগারে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।